• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেন্টাগন ও মার্কিন মিত্রদের সন্ত্রাসী ঘোষণা দিল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ০৯:২৩
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা (ছবি : সিএনএন)

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ও তাদের মিত্র বাহিনীকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস শাখার কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে তেহরানের পক্ষ থেকে ঘোষণাটি দেওয়া হয়।

ইরানি বার্তা সংস্থা পার্স টুডে জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে দেশটির জাতীয় সংসদে আয়োজিত জরুরি অধিবেশনে ২৩৩ জন সদস্যের সকলেই একত্রিত হন। অধিবেশনে সর্বসম্মতিক্রমে পেন্টাগন ও তাদের মিত্র বাহিনীগুলোকে সন্ত্রাসী দাবি করে একটি প্রস্তাব পাস হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অনেক আগেই সন্ত্রাসী বাহিনী হিসেবে আখ্যায়িত করেছিল রুহানি সরকার। এবার ইরানি পার্লামেন্টে পেন্টাগন ও তাদের মিত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সকল স্থাপনা ও যারা জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন তাদের সবাইকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়।

পার্লামেন্ট অধিবেশনে আইআরজিসির কুদস ব্রিগেডকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য অতিরিক্ত ২০ কোটি ইউরো বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন :- ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা (ভিডিও)

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড