• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানির দাফন যাত্রায় পদদলিত হয়ে নিহত ৫০

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৭
ইরান-সোলাইমানি
কাসেম সোলাইমানির দাফন যাত্রায় হাজারো মানুষ, (ছবি : সংগৃহীত)

তেহরানে জানাজা শেষে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে তার জন্মস্থান কেরমান শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিড় করেছে হাজার হাজার মানুষ। মানুষের এই ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কেরমান শহরে দাফন যাত্রায় হাজার হাজার মানুষের ভিড়ে পদদলিত হয়ে নিহত হয়েছেন ৫০ জন। এছাড়া অন্তত ২১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : ট্রাম্পকে কীভাবে মারা হবে তার ভিডিও ছাড়ল ইরান

ইরানি সূত্র বলছে মৃতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনার পর সোলাইমানির দাফন স্থগিত রাখা হয়েছে। কতক্ষণ এটা স্থগিত থাকবে তা জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড