• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাশোগির সঙ্গে সোলাইমানি হত্যার মিল রয়েছে : মাহাথির

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১৪:৩২
মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (ছবি : খালিজ টাইমস)

মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল নিহতের ঘটনাকে বেআইনি আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বিষয়টিকে সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের শামিল বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী মাহাথির বলেছেন, বর্তমানে কেউ আর নিরাপদে নেই। এখনই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার সঠিক সময়।

সোলাইমানি ইস্যুতে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ার আশঙ্কা করে তিনি বলেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে সোলাইমানি হত্যার বিষয়টির অনেক মিল রয়েছে। কেননা তাকেও বিদেশের মাটিতে হত্যা করা হয়। নিজেদের স্বার্থে অন্য রাষ্ট্রের কোনো নেতাকে হত্যার মতো কাজ এটা।

তিনি আরও বলেন, বিশ্ব দরবারে সত্য প্রকাশের অধিকার সবার আছে। কে ক্ষমতাধর আর কে দুর্বল তা নিয়ে আমরা ভীত নই। কোনো কিছু সঠিক না হলে আমি তা সরাসরি বলতে চাই।

আরও পড়ুন :- উত্তেজনার মধ্যেই ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদী

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড