• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তেজনার মধ্যেই ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১৩:৩৬
মোদী ও ট্রাম্প
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোলাকুলি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : ইন্ডিয়া টুডে)

মার্কিন হামলায় ইরানি জেনারেলকে হত্যার পর তেহরান-ওয়াশিংটন মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশ্বাস দিয়েছেন, অতীতের মতো এখনো একসঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে মোদী সরকার বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তার বিষয়টি নিশ্চিত করেন।

যেখানে বলা হয়, ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন মজবুত থেকে আরও মজবুত হচ্ছে।‌ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে অনুষ্ঠিত ফোনালাপে বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়। তখন প্রধানমন্ত্রী মোদীসহ সকল ভারতীয়দের নতুন বছরের শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প।

যদিও এবার পাকিস্তান কিংবা বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে জানানো হয়নি।

আরও পড়ুন :- ইরানকে হামলার ভয় দেখিয়ে ‘বিপাকে’ ট্রাম্প

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড