• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ০৫:১৫
রকেট হামলা
রকেট হামলা (ছবি : সংগৃহীত)

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। খবর ‘আল-জাজিরা’।

ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (০৫ জানুয়ারি) রাতে খাতুশা রকেট দিয়ে এই হামলা চালানো হয়।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনী বলেছে, বাগদাদে ৬টি খাতুশা রকেট ছোড়া হয়েছে। এরমধ্যে ৩টি আঘাত হেনেছে গ্রিন জোনে। আর অন্য ৩টি আঘাত হেনেছে জাদরিয়া এলাকায়। এই রকেট হামলায় এখন পর্যন্ত ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন- সোলাইমানির রক্ত ঐক্যবদ্ধ করেছে ইরান-ইরাককে

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এর পরদিন বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড