• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সমর্থনে বাগদাদের আকাশে রকেটের ছড়াছড়ি

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি ২০২০, ১১:১৫
রকেট হামলা
রাতের আকাশে রকেট হামলা (ছবি : সংগৃহীত)

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে এক রাতেই ছয়টি রকেট আঘাত হেনেছে। যার মধ্যে তিনটি বিধ্বস্ত হয় বিদেশি দূতাবাস ও সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিনজোনে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ইরান সমর্থিত মিলিশিয়া সেনাদের ছোড়া প্রথম তিনটি রকেট গ্রিনজোনে আঘাত হানলেও বাকিগুলো নিকটস্থ জাদরিয়া এলাকায় বিস্ফোরিত হয়। এসব হামলায় অন্তত ছয়জন গুরুতর আহত হন।

ইরাকি সেনাবাহিনীর দাবি, সোলাইমানি হত্যাকাণ্ড ইস্যুতে ওয়াশিংটন-তেহরান মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় শনিবার (৪ জানুয়ারি) রাতে বাগদাদের মার্কিন দূতাবাস চত্বরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। তাছাড়া ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনা অবস্থানরত এক বিমান ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে।

রবিবার টানা দ্বিতীয় রাতের মতো বাগদাদে রকেট হামলা চালানো হয়। এ নিয়ে গত দুই মাসে ১৪ বার মার্কিন স্থাপনায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন :- আরও চটেছে ইরান, ভাঙল পরমাণু চুক্তির শিকল

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড