• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরাকের পার্লামেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০২০, ২২:০৪
ইরাক
ইরাকের পার্লামেন্ট অধিবেশন (ছবি : আল-জাজিরা)

ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার চায় দেশটির পার্লামেন্ট। ইরাকের পার্লামেন্টে জরুরি অধিবেশনে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। খবর ‘আল-জাজিরা’।

শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস। এই হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় রবিবার (৫ জানুয়ারি) মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রস্তাব পাস করল ইরাকের পার্লামেন্ট।

সোলাইমানি ও মুহান্দিস হত্যার জেরে ইরাকি জনগণ ও রাজনৈতিক নেতাদের আহ্বানে সাড়া দিয়ে রবিবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আদিল আব্দুল মাহদি। জরুরি বৈঠকে পার্লামেন্ট সদস্যরা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে মত দেন। সংসদে মার্কিন সেনা প্রত্যাহার বিষয়ে উত্থাপিত প্রস্তাবে সই করেন মোট ১৭০ জন সাংসদ।

আরও পড়ুন- সোলাইমানির রক্ত ঐক্যবদ্ধ করেছে ইরান-ইরাককে

এ বিষয়ে সংসদের আইন বিষয়ক কমিটির প্রধান আমুর আল শিবলি বলেন, দায়েশ বা আইএস-কে পরাজিত করার পর মার্কিন সেনাদের আর প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্রবাহিনী আছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড