• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান আতঙ্কে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব মার্কিনিদের

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০২০, ১৯:৩০
ইরান
(ছবি : প্রতীকী)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে। এই হত্যার কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মার্কিনিরা ইরানের ওপর আরোপিত সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন আমির আল-মুসাভি নামে সাবেক এক ইরানি কূটনীতিক।

সাবেক এই ইরানি কূটনীতিকের বক্তব্যের বরাতে রবিবার (৫ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এক সাক্ষাৎকারে আমির আল-মুসাভি জানিয়েছেন, ইরান যদি সোলাইমানি হত্যার প্রতিশোধ না নেয় তাহলে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানকে সহায়তারও প্রস্তাব দিয়েছে মার্কিনিরা।

একজন আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমির আল-মুসাভি নামে এই ইরানি কূটনীতিক।

আরও পড়ুন- ট্রাম্পের হুমকি যুদ্ধাপরাধের সামিল : ইরান

সাক্ষাৎকারে আমির আল-মুসাভি বলেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র কেবল ইরানের ক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমি মনে করি, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ইরানের ক্ষোভ প্রশমিত করবে না। কারণ যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছে তার কোনোটিই বাস্তবায়ন করেনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড