• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানিকে একনজর দেখতে রাস্তায় লাখো ইরানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০২০, ১৭:২২
সোলাইমানি
সোলাইমানিকে শেষবারের মতো দেখতে আহবাজের মোল্লাভি স্কয়ারে ভিড় জমিয়েছেন ইরানিরা (ছবি : ইরনা)

মার্কিনিদের ড্রোন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ তার দেশে পৌঁছেছে। প্রিয় জেনারেলকে একনজর দেখতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজের মোল্লাভি স্কয়ারে কালো পোশাক পরিধান করে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ।

শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি। রবিবার (৫ জানুয়ারি) সকালে ইরানের আহবাজ শহরে পৌঁছায় তার মরদেহ।

ইরানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত এক ফুটেজে দেখা যাচ্ছে, সোলাইমানিকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন লাখ লাখ ইরানি। তাদের প্রায় সবার হাতেই আছে সোলাইমানির ছবি। আর এভাবেই প্রিয় ‘হাজি কাসেমকে’ বিদায় জানাচ্ছেন ইরানের জনগণ।

আরও পড়ুন- পারস্য উপসাগরে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ মোতায়েন

‘আল-জাজিরা’ জানিয়েছে, ভিড়ে পূর্ণ জনতার মিছিল আহবাজের মোল্লাভি স্কয়ার অভিমুখে গিয়ে সমবেত হচ্ছে। শোকাহত ইরানিদের হাতে আছে সাদা, সবুজ ও শহীদের রক্তের প্রতীক লাল পতাকা। নারী-পুরুষ উভয়ই তাদের বুকে আঘাতের মাধ্যমে চিৎকার করছেন এবং কাঁদছেন। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাদের এই আহাজারি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড