• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১৯:০৫
যুক্তরাষ্ট্র-ইরান-হিজবুল্লাহ
হিজবুল্লাহর যোদ্ধা, (ছবি : সংগৃহীত)

কাসেম সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননভিত্তিক ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর শীর্ষ নেতা মোহাম্মদ রাদ শনিবার সকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানায়, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকিও দিয়েছে তারা।

হিজবুল্লাহর শীর্ষ নেতা মোহাম্মদ রাদ বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাব দেওয়া হবে। সোলাইমানিকে হত্যা করে ‘বড় ধরনের ভুল’ করেছে তারা। আগামী দিনগুলোতে এটা খুব ভালোভাবেই বুঝতে পারবে মার্কিন প্রশাসন।

এর আগে মার্কিনিদের যেখানেই পাওয়া যাবে সেখানেই মারা হবে বলে মন্তব্য করেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার জেনারেল গোলাম আলি আবু হামজেহ। স্থানীয় সময় শুক্রবার বিকালে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : মার্কিনিদের যেখানেই পাওয়া যাবে সেখানেই মারা হবে : ইরান

জেনারেল গোলাম আলি আবু হামজেহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- মার্কিন বাহিনী ও তার মিত্রদের যেখানেই পাওয়া যাবে সেখানেই মারা হবে। আমাদের আয়ত্তের মধ্যে থাকলেই তাদের ওপর হামলা চালানো হবে। হরমুজ প্রণালিতে আমরা বেশকিছু ‘টার্গেট’ ঠিক করেছি। সব মিলিয়ে ৩৫টি টার্গেট ঠিক করেছি আমরা। এছাড়া আমাদের আয়ত্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। আমরা সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবই।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড