• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মতো বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশনা মেলা 

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৩, ১১:৪৭
প্রথমবারের মতো বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশনা মেলা 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গবেষণা সেলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই গবেষণা মেলা অনুষ্ঠিত হয়।

এরপর আলোচনা সভায় গবেষণা সেলের পরিচালক বিজ্ঞানী ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরিচালক বিজ্ঞানী ড. মো. তোফাজ্জল ইসলাম, বশেফমুবিপ্রবি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন প্রমুখ।

এবার প্রথমবারের মতো আয়োজিত গবেষণা প্রকাশনা মেলায় ফিসারিজ, গণিত, সিএসই, ইইই, সমাজকর্ম এবং ব্যবস্থাপনা বিভাগের ছয়টি স্টল স্থান পায়। গবেষণাপত্র মূল্যায়ন করে গবেষকদের পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে গবেষণা সেল।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড