• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিকতা কোনো অপরাধ নয় : কুবিসাস

  কুবি প্রতিনিধি

৩১ মার্চ ২০২৩, ১১:৫৮
সাংবাদিকতা কোনো অপরাধ নয় : কুবিসাস

‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’, ‘সাংবাদিকদের হাতে মত প্রকাশের স্বাধীনতা চাই’, ‘আমাদের জবানের স্বাধীনতা লাগবে’, ‘শামসের মুক্তি চাই’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই’ ইত্যাদি স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে মুখে কালো কাপড় বেঁধে এ ঘটনার প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।

শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, সংবাদ প্রকাশ করে শামস কোনো অপরাধ করেনি। তাকে অন্যায়ভাবে গ্রেফতার সাংবাদিকতায় কালো অধ্যায় হয়ে থাকবে।

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতা চর্চায় ইতোমধ্যে বিষফোঁড়া হয়ে হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এ আইনে এখন পর্যন্ত আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি করেছেন কুবিসাস সভাপতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, দেশের উন্নয়নে বাক-স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। স্বাধীন দেশে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আটক কখনও ভালো কিছুর ইঙ্গিত দেয় না। অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তি দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, প্রতিবাদী অবস্থান কর্মসূচীতে কুবিসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড