বেরোবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সেই রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।
গত এক বছর চুক্তিভিত্তিক নিয়োগে থাকা অবস্থায় তিনি শর্ত ভঙ্গ করে অবৈধভাবে প্রায় দেড় লক্ষ টাকা বোনাস গ্রহণ করেছিলেন। এ বিষয়ে গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ইউজিসি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যাখ্যা তলব করেছিল। পরে রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরী অবৈধভাবে গ্রহণ করা অর্থ ফেরত দিতে বাধ্য হন।
গত রবিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৩ তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে আবারও তাঁকে পুনঃনিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৯২তম সভায় তার এই চুক্তিভিত্তিক পুনঃনিয়োগ অনুমোদন করা হয়েছে। প্রকৌশলী আলমগীরের পুনঃনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তুহিন ওয়াদুদ ।
জানা যায়, বেরোবির সাবেক উপাচার্যদের দায়িত্বকালে রেজিস্ট্রার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় সার্চ কমিটি গঠন করে নিয়োগ প্রদান করা হলেও বর্তমান উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার এর শূণ্য পদে নিয়োগের কোন ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে সিন্ডিকেটের ৮২তম সভায় কিছু সদস্যদের আপত্তির মুখে একটি সার্চ কমিটি গঠন করেন। এর মাধ্যমে উপাচার্যের আর্শীবাদপুষ্ঠ চট্টগ্রাম অঞ্চলের একজন শিক্ষকের আত্মীয় হবার সুবাদে আট বছর আগে অবসরে যাওয়া নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীকে ৮৪তম সিন্ডিকেটের অনুমোদনক্রমে ২০২২ সালের ২৪ জানুয়ারি এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন উপাচার্য প্রফেসর হাসিবুর রশীদ।
নিয়োগপত্র অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এক বছরের জন্য রেজিস্ট্রার হিসেবে যোগ দেন তিনি। সার্চ কমিটি শুধু একজনের নামই প্রস্তাব করেছিল এবং তাকেই নিয়োগ দেয় কর্তৃপক্ষ।
প্রকৌশলী আলমগীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার পরিচয় দিলেও তিনি মূলত সেখানকার নির্বাহী প্রকৌশলী ছিলেন এবং স্বল্প সময়ের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।
এদিকে ইউজিসি’র ২০২২ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে আইনে বর্ণিত গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক পদে পূর্ণকালীন নিয়োগ প্রদান করতে হবে। অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, চুক্তিভিত্তিক বা খন্ডকালীন হিসেবে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা বা কলেজের শিক্ষককে নিয়োগ প্রদান করা যাবে না।
প্রতিষ্ঠাকাল ১০ বছর হয়েছে এমন সকল বিশ্ববিদ্যালয়কে এ সকল পদে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গকে অবিলম্বে নিয়োগ প্রদান করে মঞ্জুরী কমিশনকে জানাতে বলা হয়েছে।
এই নির্দেশনা না মানায় পরবর্তীতে গত ২০ জুন ২০২২ তারিখের আবার তাগিদপত্রে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে ছয় মাসের মধ্যে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদান করে মঞ্জুরী কমিশনকে অবহিত করতে বলা হয়েছিল।
এদিকে গত রবিবার রেজিস্ট্রারের মেয়াদ শেষ হলেও ওই শুন্য পদে নিয়োগের জন্য কোন প্রক্রিয়া গ্রহণ না বেরোবি কর্তৃপক্ষ ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো প্রকৌশলী আলমগীর চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে। কিন্তু এটা কমিশনের নির্দেশনার ষ্পষ্ট লঙ্ঘন হবে বলে জানিয়েছে ইউজিসি কর্তৃপক্ষ।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, বিষয়টি আমরা জানি না। তবে যদি সত্য হয় তাহলে ইউজিসি অবশ্যই ব্যবস্থা নিবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদের সাথে কথা বলার জন্য তার দপ্তরে দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষা করেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পরবর্তী দিন কথা বলবেন বলে জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড