জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাকার সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক মো. আকতার হোসাইন এবং জবি চলচ্চিত্র সংসদের এলামনাইবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় দেব।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ১১টি শটফিল্ম প্রদর্শনী হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শটফিল্মগুলো প্রদর্শন করেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড