• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্যাম্পাস এখন বাংলাদেশে

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৬
মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্যাম্পাস এখন বাংলাদেশে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লা কাদরি হোটেলে হয়ে গেল ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসের ‘সফট লঞ্চ’ অনুষ্ঠান। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে এসেছিলেন, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ।

কুয়ালালামপুরের এই বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে কোনো ক্যাম্পাস চালু করতে যাচ্ছে। এ বছরের মে মাসে ঢাকার বনানীতে শিক্ষা কার্যক্রম শুরু করতে চায় তারা। ইতোমধ্যে ১০০ এর অধিক দেশের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। বাংলাদেশ থেকেও শতাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।

উচ্চশিক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মাদ খালেদ উদ্বোধন কালে ইউসিএসআই ইউনিভার্সিটি হলো ‘মালয়েশিয়ান ব্রান্ড’। তারা দিন দিন নিজেদের মান উন্নয়ন করছেন। মালয়েশিয়ান সরকার চায় শিক্ষা সংস্কৃতি আদান প্রদান করার মাধ্যমে সবার সাথে সম্পর্ক তৈরি করা। এছাড়া গবেষণার ক্ষেত্রে সরকার বিশেষ জোর দিচ্ছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল হাব হিসেবে পরিণত করতে চাই। ইউসিএসআই এর এই সফট লঞ্চ তারই ধারাবাহিকতা।

ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতুক ডক্টর সিতি হামিসাহ তাপসির বলেন, আমাদের নতুন এই ক্যাম্পাস শিক্ষা দানের এক সংযোগ স্থল হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পথের দিশা পাবে। শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আমরা আমাদের নতুন ক্যাম্পাসে গবেষণাকে বেশি গুরুত্ব দিব।

এছাড়া বক্তব্য রাখেন- ইউসিএসআই ইউনিভার্সিটি প্রো চ্যান্সেলর প্রফেসর দাতুক ডক্টর সিতি হামাইস তাফসির ৪৫ হাজার বর্গ ফুটের এই ক্যাম্পাসে ২৪টি বিষয়ে ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা। বিজনেস, কম্পিউটার সাইন্স, ইঞ্জিনিয়ারিং, সোশাল সাইন্স, ডিজাইনের মতো সময় উপযোগী বিষয়ে অনার্স এবং মাস্টার্স করার সুযোগ থাকবে।

নতুন ক্যাম্পাসে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশুনা করতে পারবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় তালিকায় এর অবস্থান ২৮৪ তম। অনুষ্ঠান শেষে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন- উচ্চশিক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মাদ খালেদ।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড