• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে শিক্ষার্থী সংকট, বিজ্ঞান বিভাগে কমানো হবে আসন

  জবি প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৭
জবিতে শিক্ষার্থী সংকট, বিজ্ঞান বিভাগে কমানো হবে আসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ছবি : অধিকার)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহে আসন খালি থাকলেও শিক্ষার্থী পায় না বিভাগগুলো। যার ফলে আসন খালি রেখেই ক্লাস শুরু করতে হয় এসব বিভাগে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হলেও বিজ্ঞান ইউনিট থেকে বিভাগ পরিবর্তন কোটার জন্য বরাদ্দ রাখা শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী না থাকার কারণেই এসব আসন খালি থাকে বলে মনে করেন শিক্ষার্থীরা।

তাদের মতে- বিজ্ঞান ইউনিটের জন্য বরাদ্দকৃত এসব আসন কমিয়ে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাড়ানো হলে ভর্তির সুযোগ পেতো শিক্ষার্থীরা।

সূত্র জানায়, প্রতিবারের মতো এবারও ২০২১-২২ সেশনে ১৯০টি আসন খালি রেখে ক্লাস শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বারবার বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পেতে কষ্ট হচ্ছে কলা ও সামাজিক অনুষদভুক্ত সব বিভাগের। গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আসন বরাদ্দকেই দুষছে শিক্ষক-শিক্ষার্থীরা।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও বিভিন্ন ইন্সটিটিউট মিলিয়ে ১৭টি বিভাগে মোট ১২৭০ টি আসন রয়েছে। এরমধ্যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের জন্য ২৭০টি আসন বরাদ্দ রয়েছে। আসনের এ সংখ্যা কমানো হলেই সমস্যা সমাধান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ রইছ উদ্দিন বলেন, বর্তমানে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন বরাদ্দ বেশি আছে। এর ফলে দীর্ঘায়িত হচ্ছে ভর্তি প্রক্রিয়া। এবার বিভাগ সমূহের চেয়ারম্যানদের সাথে আলোচনা করে আসন কমানোর কথা ভাবা হচ্ছে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, শিক্ষা প্রক্রিয়ায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে মানবিকের বিষয় পড়াও প্রয়োজন আছে। যদিও ২৭০ আসন বেশি কি-না তা এককভাবে সিদ্ধান্তের বিষয় না। সম্মিলিত আলোচনার মাধ্যমে প্রশাসন সিদ্ধান্ত যা নিবে তাই করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আবুল কালাম মোঃ লুৎফর রহমান বলেন, একটা আসন খালি থাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য ক্ষতি। বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থী ভর্তি হতে না চাইলে মানবিক বিভাগের শিক্ষার্থী দিয়ে আসন পূরণ করা যেতে পারে। তবে কোনো ভাবেই আসন খালি রাখা কাম্য নয়।

তথ্য সূত্রে জানা যায়, একাধিক বিভাগ আসন কমিয়ে আনার বিষয়ে চিন্তা করছেন। বিভাগীয় চেয়ারম্যানদের সম্মিলিত আলোচনায় পর সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড