• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবজির বাজারে আগুন

ঢেঁড়স-পটল-করলার দাম দেখে ক্রেতাদের মাথায় হাত

  নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০
ঢেঁড়স-পটল-করলার দাম দেখে ক্রেতাদের মাথায় হাত
সবজির বাজারে কেনা-বেচা চলছে (ছবি : সংগৃহীত)

রাজধানীসহ আশপাশের বাজারগুলোতে গত কয়েক সপ্তাহ যাবত প্রায় সব ধরনের সবজির দাম একই রকম ছিল। যদিও বর্তমান বাজারে সবচেয়ে বেশি দামি সবজি হিসেবে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স ও করলা। সবজিগুলো ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, এখন মৌসুম না হওয়ায় এই সবজিগুলোর দাম বাড়তি।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, নতুন আলু প্রতি কেজি ৩০ টাকা, শিম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, টমেটো প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, ব্রোকলি প্রতি পিস ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা এবং খিরাই প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

যদিও বাজারে ব্যতিক্রমী হিসেবে সবচেয়ে বেশি দামে বিক্রি হতে দেখা গেছে পটল যার প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। একইভাবে ঢেঁড়স প্রতি কেজি ১২০ টাকায় এবং করলা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা দেখে রীতিমতো ক্রেতাদের মাথায় হাত উঠে গেছে।

বাজারে এই সবজিগুলোর এত দাম কেন? এমন প্রশ্নের জবাবে গুলশান লেকপাড় সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা কমল চন্দ্র বলেন, ঢেঁড়স, করলা, পটল এই সবজিগুলোর এখন মৌসুম না, ফলনও হয় না এই সময়ে। খুব কম সংখ্যক কৃষক যারা ১২ মাসে অল্প সংখ্যক এই সবজিগুলো ফলায়। এখন বাজারেও খুব বেশি পাওয়া যায় না এই সবজিগুলো তাই বাড়তি দাম।

তিনি আরও বলেন, সব দোকানেও এই মৌসুমে এই সবজিগুলো দোকানীরা বিক্রি করে না। পুরো বাজার মিলে ২/৩টি দোকানে এসব দামি সবজি পাওয়া যায়। কারণ কিছু কাস্টমার আছে যারা স্বাস্থ্যগত কারণে নিয়মিত এই সবজিগুলো খায়। তাই দুই একটা দোকানী পরিমাণে খুব কম সংখ্যক করে তাদের দোকানে এসব তোলেন। বর্তমানে এগুলোর দামও বাড়তি, বিক্রিও কম।

একই বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রিয়াসত আলী বলেন, বাজারে এসে অন্যান্য সবজির সঙ্গে বাড়তি দামে করলা কিনেছি। আসলে ডায়াবেটিকের কারণে ডাক্তাররা করলা খেতে বলেছে, যে কারণে দাম বেশি হলেও বাধ্য হয়ে ১২০ টাকা কেজিতে করলা কিনতে হলো। বাজারে অন্যান্য সবজি এভারেজ ৪০/৫০ টাকা কেজি হলেও পটল, করলা আর ঢেঁড়সের দাম অস্বাভাবিকভাবে বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে অন্যান্য সবজির দর দাম নিয়ে মহাখালী আমতলী বাজারে কথা হয় ক্রেতা রহমান মিয়ার সঙ্গে। তিনি বলেন, বাজারে শীতের সবজির মৌসুম এখনো শেষ না হলেও দাম বেড়েছে সবজিগুলোর। কিছুদিন আগেও শিম প্রতি কেজি কিনেছি ৩০ টাকায় কিন্তু আজ তা কিনতে হলো ৫০ টাকায়। লাউ কিনতে হয়েছে এক পিস ৭০ টাকায়।

এই ক্রেতা আরও বলেছেন, যদিও নতুন আলু আগে ৪০ টাকায় কিনলেও আজ ৩০ টাকা কেজিতে কেনা যাচ্ছে। তবে অন্যান্য সবজি কয়েক সপ্তাহে একই রকম দামে বিক্রি হচ্ছে। যেহেতু শীতের সবজি এখনো বাজারে পাওয়া যাচ্ছে তাই আরেকটু কম দাম হলে সাধারণ ক্রেতারা উপকৃত হতো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড