• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হঠাৎ ইরান সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৭:৩৪
শাহ মাহমুদ কোরেশি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি (ছবি : ডন)

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ইরান সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই তিনি এ সফর করছেন। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার (১২ জানুয়ারি) তেহরান সফরে গেছেন শাহ মাহমুদ কোরেশি। এ সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করবেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আর কোরেশি ও জারিফের মধ্যকার এই বৈঠক হবে ইরানের রাজধানী তেহরানে।

জানা গেছে, ইরান সফর শেষে সোমবার (১৩ জানুয়ারি) সৌদি আরবে যাবেন শাহ মাহমুদ কোরেশি। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন- উত্তেজনার মধ্যে ইরান সফরে কাতারের আমির

এ দিকে কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আঞ্চলিক সংঘাতে পাকিস্তান কোনো পক্ষ নেবে না। পাকিস্তান ইরান এবং সৌদি আরবের মধ্যকার উত্তেজনা কমাতে তৎপর।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড