• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে বিক্ষোভ

তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটক

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৩:৫৮
ইরানের বিক্ষুব্ধ জনতা
ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ার ও ইরানের বিক্ষুব্ধ জনতা (ছবি : সংগৃহীত)

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিক্ষোভকারীদের উসকে দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। যদিও এর মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের ‘তাসনিম নিউজ এজেন্সি’।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, শনিবার (১১ জানুয়ারি) ইরানি সামরিক বাহিনী ভুলক্রমে ১৮০ যাত্রীসহ ইউক্রেনের বিমানটি ভূপাতিত করেছে বলে স্বীকারোক্তি দেয় তেহরান। এর পরপরই ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি জানাতে শুরু করেন জনতা।

টুইটারে পোস্ট করা একাধিক ভিডিওতে রাজধানীর আমির কবির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কয়েকশ শিক্ষার্থীকে ‘কমান্ডার-ইন-চিফ (খামেনি) পদত্যাগ করুন, পদত্যাগ করুন’ বলতে দেখা যায়। যদিও ভিডিওগুলোর যথার্থতা এখন পর্যন্ত যাচাই করতে পারেনি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় এই বার্তা সংস্থাটি।

অভিযোগ রয়েছে, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তখন সমাবেশকারীদের মধ্যে পাওয়া যায়। তিনি সেখানে পুলিশের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের উসকে দেওয়ার মতো অপতৎপরতা চালাচ্ছিলেন।

এর আগে ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইরান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলাটি চালানো হয়। অপর দিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

অবশেষে বুধবার (৮ জানুয়ারি) ভোরে দুটি মার্কিন ঘাঁটিতে সেই হামলা চালায় তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এবারের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছেন। সে দিনই তেহরানে ইউক্রেনের ‘বোয়িং-৭৩৭’ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ১৮০ জনের প্রত্যেকেই মারা যান।

আরও পড়ুন : খামেনির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ

এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। কিন্তু বাস্তবে তা ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড