• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবৈধ সম্পর্কের অভিযোগে দুই ইউপি সদস্য বরখাস্ত

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ):

১৮ মার্চ ২০২৪, ১৫:২৯
অবৈধ সম্পর্কে

বিবাহ-বহির্ভূত অবৈধ সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

এর আগে গত ১১ মার্চ স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) সিনিয়র সহকারী সচিব এ. কে. এম. আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. সাদ্দাম হোসেন মোল্লা এবং ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নাজমা আক্তার।

স্থানীয় সরকার বিভাগের ওই চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ করায় কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ পাশাপাশি তাদের কারণ দর্শানো হয়েছে। তারা জবাব দিলে আমরা সেটা স্থানীয় সরকার বিভাগে পাঠাবো।

উল্লেখ্য, মো. সাদ্দাম হোসেন মোল্লার সাথে নাজমা আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ২ জুলাই বিবাহিত প্রেমিক সাদ্দামের হাত ধরে পালিয়ে যান দুই সন্তানের জননী নাজমা আক্তার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড