• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালু ফেলে চলছে সরকারি খাল দখল, দেখবে কে?

  নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার,‌ নারায়ণগঞ্জ :

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭
খালে বালু ভরাট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খালে বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। পাঁচ দিন ধরে প্রকাশ্যে বালু ভরাট করলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন।

সরেজমিনে জানা গেছে, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় সেতুর পাশে সরকারি খালে পাঁচ দিন ধরে মোগরাপাড়া-বারদী সড়কের পাশ ধরে বালু ভরাট করে দখল করছেন স্থানীয় বালু ব্যবসায়ী নুরুজ্জামান ওরফে নুরু মিয়া। স্থানীয়রা তাকে বাধা দিলে কাউকে তোয়াক্কা না করে স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিন সরকারের ছত্রচ্ছায়ায় দেদারসে বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। খালটিতে বালু ভরাটের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বালু ব্যবসায়ী নুরুজ্জামান খাল ভরাটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে আমি বালু ভরাটের কাজ উদ্বোধন করেছি। কাজ করতে গিয়ে সরকারি খালে বালু পড়েছে। সরকারের প্রয়োজন হলে আমি জায়গা ছেড়ে দেব।’

তবে এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, ‘আমার কোনো ছত্রচ্ছায়ায় খাল দখল হচ্ছে না। কোনো অনিয়ম হলে আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘কোনোভাবেই সরকারি খাল দখল করতে দেওয়া হবে না। অতি শিগগিরই সেখানে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড