• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু 

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৮
ভারতীয় নাগরিক

কুড়িগ্রামের ফুলবাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে বিকাশ চন্দ্র সরকার (৪১) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত বিকাশ চন্দ্র সরকার ভারতের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।

রবিবার ১১ ফেব্রুয়ারি ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র সরকার শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২১ শে জানুয়ারি বৈধ পাসপোর্টে স্ত্রী শেফালী সরকার এবং ৩ বছরের ছেলে সন্তানসহ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শ্বশুড়বাড়ি শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়িতে আসেন। ১০ ফ্রেব্রুয়ারি রাতে বিয়ের বাড়িতে বিকাশের শ্বাসকষ্ট অনুভূত হয় এবং বুকে ব্যথা অনুভব করলে শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন। পরে ১১ই ফেব্রুয়ারি বিকেলে আবার শ্বাসকষ্ট অনুভব করলে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শেফালী সরকার বলেন, গত ২১ জানুয়ারি স্বামী সন্তানসহ বৈধ পাসপোর্ট নিয়ে বোনের বিয়ের দাওয়াত খেতে এসেছি। গতকাল বোনের বিয়ের অনুষ্ঠানে আমার স্বামীর পুরোনো শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, আমার ইউনিয়নে ওই ভারতীয় নাগরিক বিশ দিন হলো স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্যালিকার বিয়ের দাওয়াত খেতে আসেন। আজ অসুস্থ হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান,ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, যেহেতু অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করেনি। তাই আমরা লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড