মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মায়ের স্বরণে দুই দিনব্যাপী 'মায়ের মেলা' অনুষ্ঠিত হয়েছে।
মমতাজ বেগমের মা উজালা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১ ও ২ অক্টোবর সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম বাউল কমপ্লেক্সে এ মেলার আয়োজন করা হয়।
মায়ের মেলার দ্বিতীয় দিন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, এসময় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।
বাউল মহারাজা আবুল সরকারসহ দেশের বিভিন্ন জনপ্রিয় বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। এদিন সিংগাইর নিরাবরণ থিয়েটারের নাট্যদল বেহুলা লক্ষ্মীন্দর নাটক মঞ্চস্থ করেন।
মায়ের মেলায় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড