শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের হরিরামপুরে দুই মাদকসেবীকে মোবাইল কোর্টে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২ অক্টোবর) হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৬) এবং বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আ. আলিম (২১)।
পুলিশ জানায়, গতকাল রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে সোহেলকে দুই পিস এবং আলিমকে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়ার পর আসামীদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, দুইজনকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড