আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর :
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির ব্যানারে গ্রেড- আপগ্রেডেশন ও গ্রেড বৈষম্য নিরসন করণসহ বিভিন্ন দাবিতে সোমবার গাজীপুরে বিভিন্ন সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে ।
সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষার সকল শিক্ষকগণ অংশ নেন। কর্মসূচির সমর্থনে তারা র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার কর্মসূচিও পালন করেছে। বিসিএস শিক্ষা সমিতি গাজীপুর সরকারি মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে কর্মবিরতি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর ড. এ বি এম ইসমাইল হোসেন খান ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল মুকতাদীর বিন মোস্তাইনুর রহমান, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আজমল, কোষাধ্যক্ষ প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক রেহানা নাসরিন হ্যাপি, প্রভাষক ওমর ফারুক প্রমুখ। একই দিন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিটের উদ্যোগেও কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে ভাওয়াল বদরে আলম কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ মাসুদা শিকদার, সহ-সভাপতি এবিএম আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক শেখ শাহরিয়ার হাসান, প্রফেসর ডক্টর দিলারা আফরোজ, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,
মহিবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া টঙ্গী সরকারি কলেজ সহ জেলার কয়েকটি সরকারি কলেজেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড