রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহীতে প্রাথমিকের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা নতুন বই জব্দ করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের সামনে থেকে দুটি রিকশাযোগে বই গুলো পাচারের সময় জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিকশাচালক মো. রুবেল এবং মো. হৃদয়কে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজন নন্দী বলেন, বইগুলো নগরীর হোসেনীগঞ্জ বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে বের করা হয়েছিল। সেগুলো রিকশায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে নেওয়ার কথা ছিল তাদের। নতুন বই দেখে মানুষ ভিড় করলে রিকশার পেছনে থাকা দুই জন অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন।
এসআই আরো জানান, নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দুইটি রিকশাযোগে প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বই পাচার হচ্ছিল। পথে তাদের আটক করে বইগুলো জব্দ করা হয়। জব্দ করা বই থানা হেফাজতে রাখা হয়েছে। জব্দ বইগুলো আজই স্কুলে আনা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামকে জানানো হয়েছে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড