মো. আকাশ, সিদ্দিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অংশে সড়ক পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার দ্রুত পালিয়ে যান। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি সংগ্রহ করে হাইওয়ে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড