• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দে‌শে ক‌য়েকশ প্রাথ‌মিক বিদ্যালয় ও ক‌লেজ সরকারিকরণ হ‌য়ে‌ছে: বীর বাহাদুর

  মোহাম্মদ আবদুর র‌হিম, স্টাফ রিপোর্টার, বান্দরবান

১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১
মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি ব‌লেছেন, বর্তমান সরকা‌রের আমলে দে‌শে ক‌য়েকশ প্রাথ‌মিক বিদ‌্যালয়‌ ও ক‌লেজ সরকারিকরণ করা হ‌য়ে‌ছে। পার্বত্য বান্দরবা‌নে এ সরকা‌রের আম‌লেই ১৪‌টি ক‌লেজ স্থাপিত হ‌য়ে‌ছে। পাশাপা‌শি দূর্গম এলাকাগু‌লো‌তেও পৌ‌ছে গে‌ছে শিক্ষা আলোর পাশাপাশি ৪২ হাজার সোলারের মাধ্যমে বিদ‌্যুৎতের আলো।

শ‌নিবার (১৬ সে‌প্টেম্বর) সকা‌লে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের অর্থায়‌নে ৬‌ কো‌টি ৭০ লখ টাকা ব‌্যয়ে বান্দরবান পৌরসভার বনরূপা পাড়ায় ড্রেন নির্মাণ ও এল‌জিইডির ৪‌ কো‌টি ৪১ লক্ষ ব‌্যয়ে প্রাথ‌মিক শিক্ষা অফি‌সের ত্রিতল ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপ‌নের প‌রে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

পার্বত্য মন্ত্রী আরও ব‌লেন, বান্দরবানের সাতটি উপ‌জেলায় ঘ‌রে ঘ‌রে পৌ‌ছে গে‌ছে বিদ‌্যুৎতের আ‌লো। এছাড়াও দুর্গম এলাকায় সা‌ড়ে ৪২ হাজার শ‌ক্তিশালী সোলার বিতরণ করা হ‌য়ে‌ছে। এখন পহা‌ড়ের প্রত্যেক এলাকা শিক্ষার পাশাপাশি বিদ্যুৎতের আলোতে আলো‌কিত। তি‌নি ব‌লেন, দ‌রিদ্রদের জন‌্য সরকার ভিজি‌ডি ভিজিএফ, বয়স্ক ভাতা, দুগ্ধভাতাসহ বি‌ভিন্ন ধর‌নের ভাতা চালু ক‌রে‌ছে। তাছাড়া যোগা‌যোগ ব্যবস্থায়ও আনা হ‌য়ে‌ছে আমূল প‌রিবর্তন।

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরূপ রতন সিংহ, বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ, পৌর মেয়র মো. সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড