মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও:
নাশকতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে জামায়াতের সহকারী সম্পাদক কফিল উদ্দীন আহমেদকে সহ ২২ জন জামাত-বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সকালে সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে বিএনপির ২ জনকে অভিযানে চালিয়ে আটক করা হয়। পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আসামী করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনের নামে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড