• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিককে হামলার ঘটনা ২৬ দিনেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

  মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)

০৯ জুন ২০২৩, ১৬:৪৬
সাংবাদিককে হামলার ঘটনা ২৬ দিনেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ইজাজ ইসলামকে (৪২) কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামী আজিজ এখনো গ্রেফতার হয়নি। যদিও পুলিশ বলছে গ্রেফতারের চেষ্টা চলছে। এতে হতাশা জানিয়েছেন আহতের পরিবার।

উল্লেখ্য, গত ১৫ মে (মঙ্গলবার) দুপুর ২টার দিকে একই বাড়ির আবদুল আজিজ নামে (৪০) এক ব্যক্তি ইজাজের ঘাড়ের পিছন দিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অবস্থার অবনতি দেখে একই দিন বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় একই দিন আহত ইজাজের বাবা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৩নং আসামি মো. টিপু ব্যাপারীকে গ্রেফতার করলেও ইতিমধ্যে টিপু জামিনে বেড়িয়ে আসেন।

এরপর ২৬ দিন পেড়িয়ে গেলেও প্রধান আসামি আজিজকে রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে। এতে আহত পরিবারের অভিযোগ বিপুল আর্থের লেন-দেনের কারণে পুলিশ তাকে গ্রেফতার করছেন না।

ইজাজের স্ত্রী মোসা. রীনা বেগম বলেন, পুলিশ নানা অজুহাত দেখিয়ে আসামি গ্রেফতারে কালক্ষেপণ করছেন। গত প্রায় এক মাস পর্যন্ত প্রতিদিনই বলছেন চেষ্টা চলছে। কি চেষ্টা করছেন সেটা আমাদের বোধগম্য নয়।

এ ব্যাপারে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, আসামি ধরতে আমাদের কোনো অলসতা নেই। আমরা চেষ্টা করতেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড