• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁ আ. লীগের সংবাদ সম্মেলন

  নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)

০৮ জুন ২০২৩, ১২:০২
সোনারগাঁ আ. লীগের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত ৭১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ।

গতকাল বুধবার (৮ জুন) বিকালে সোনারগাঁ একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার। এ সময় ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে যেসব নেতা স্থান পেয়েছেন তাদের সাংবাদিকদের কাছে পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, দীর্ঘ ২৫ বছর পর ২০২২ সালের ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ সভাপতি ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘ ৯ মাস পর গত ৫মে ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়। এ পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু পত্র পত্রিকায় নানা ধরনের বিভ্রান্ত মূলক অপ-প্রচার চালানো হয়। এতে করে আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, কমিটি অনুমোদনের জন্য আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে আমাদের প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন সাবেক এ সাংসদ।

এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করে সোনারগাঁ আ. লীগ। এতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড