মো. মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৭৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার নয়শ ৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (৭ জুন) সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার সম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
এবারের বাজেটে মোট আয় দেখানো হয়েছে- ৭৫ কোটি ৬১ লাখ ৯৭ হাজার নয়শ ৩২ টাকা। এছাড়া মোট ব্যয় দেখানো হয়েছে- ৭৪ কোটি ৭৩ লাখ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে- ৮৮ লাখ ৯৭ হাজার নয়শ ৩২ টাকা।
বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, মশিয়ার রহমান রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, বি এম শহিদুজ্জামান শহিদ, আফজাল হোসেন বাবু, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন, আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড