• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফসলি জমির মাটি ইটভাটায় সরবরাহের অপরাধে শ্রীঘরে মালিক

  আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

০৭ জুন ২০২৩, ১৩:২৭
ফসলি জমির মাটি ইটভাটায় সরবরাহের অপরাধে শ্রীঘরে মালিক

কুষ্টিয়ার দৌলতপুরে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে তা অবৈধ ইটভাটায় সরবরাহের অপরাধে মজনুর রহমান (৪০) নামে একজনের ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মজনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের কাপড়পোড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মজনুর রহমান ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে অবৈধ ইটভাটায় সরবরাহ করছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাপড়পোড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় মজনুর রহমানকে আটক করে তাকে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

উল্লেখ্য, দৌলতপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে তা অবৈধ সব বিভিন্ন ইটভাটায় বিক্রয় ও সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে একটি চক্র। এতে ফসলি জমি হ্রাস পাওয়ার পাশাপাশি এলাকার সড়কগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তাই ফসলি জমির মাটি কাটা বন্ধসহ অবৈধ সব ইটভাটায় সরবরাহ নিষিদ্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড