• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদীকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কর্তব্য শীর্ষক দিনব্যাপী কর্মশালা 

  আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার (গাজীপুর)

০৪ জুন ২০২৩, ১১:৩৫
নদীকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কর্তব্য শীর্ষক দিনব্যাপী কর্মশালা 

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার গাজীপুর সিটি কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী নদী কর্মীদের দক্ষতা বৃদ্ধি দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন- আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার সাদত।

আয়োজনটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সরকারি মহিলা কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, গাজীপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল হাসান সরকার রাসেল।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ডক্টর আনোয়ার হোসেন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা গাজীপুর জেলার নদ নদী ও জলাশয় রক্ষায় মানুষকে সচেতনতা বৃদ্ধিও নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা দাবি সমূহের বাস্তবায়নের জোর দাবি জানান।

শিল্প বর্জ্যের দূষণের শিল্প কারখানা গুলোকে ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড