• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেলের টিকেট কালোবাজারিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি, বগুড়া:

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪১
সান্তাহার রেলওয়ে

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ফরিদ নামের এক টিকেট কালোবাজারিকে আটকের পর ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। গত রবিবার সকালে তাকে আটকের পর দিনভর দেনদরবার করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই অভিযোগটি উঠেছে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেনের বিরুদ্ধে। রবিাবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় এই ঘটনাটি ঘটে। ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সচেতন মহলে।

জানা যায়, রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে ট্রেনের টিকেটসহ ফরিদ নামের এক টিকেট কালোবাজারিকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুপুরে ফরিদের কাছ থেকে ৩ হাজার ১২০ টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

আরেক টিকেট কালোবাজারির সাথে কৌশলে কথা বলে জানা যায়, সান্তাহারে ট্রেনের টিকেট কালোবাজারিরা প্রতি মাসে মোটা অংকের টাকা দেয় সান্তাহার রেলওয়ে থানার কর্মকর্তাকে। যার কারণে প্রকাশ্যে তারা টিকেট কালোবাজারি করলেও পুলিশ তাদের গ্রেফতার করে না। এর মাঝে বেশ কিছু টিকেট কালোবাজারি পুলিশকে টাকা না দিলে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে টাকা নিয়ে বা প্রতি মাসে টাকা দেওয়ার শর্তে আবার ছেড়েও দেয়।

এদিকে এর আগেও ফরিদ নামের ওই টিকেট কালোবাজারিকে গত ২ ফেব্রুয়ারি সকালেও গ্রেফতার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। কিন্তু ওই দিনও মামলা না করে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয় তাকে। সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে সবুজ টেলিকম দোকানের মালিক সবুজের মধ্যমে সকল টিকেট কালোবাজারির টাকা উঠায় রেলওয়ে থানা পুলিশ।

ফরিদকে থানাতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে সান্তাহার সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বলেন, ফরিদকে থানায় নিয়ে এসে তার কাছে অনলাইনের টিকেট পাওয়া যায়। তাকে সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে৷ ২ ফেব্রুয়ারিও তাকে ডেকে নিয়ে এসে সেইদিনও তাকে সতর্ক করা হয়েছে৷

টাকা নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো টিকেট কালোবাজারির টাকা নেই নাই। মাসিক ১ হাজার টাকা করে নেওয়ার কথাও তিনি অস্বীকার করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড