নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করে মোক্তার হোসেন নামে সান্তাহার রেলওয়ে থানার ওসিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। তিনি ১০ এর অধিক ঘুমের ঔষধ খেয়েছিলেন বলে জানা গেছে। ফলে তাকে হাসপাতালে ভর্তি করে স্টোমাক ওয়াশ করতে বাধ্য হয়েছেন কর্মরত চিকিৎসকগণ।
যদিও ঠিক কি কারণে তিনি অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঘটলেও বিষয়টি গত রবিবার (৫ ফেব্রুয়ারি) জানাজানি হওয়ায় চলছে আলোচনা-সমালোচনা।
মোক্তার হোসেন নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহার রেলওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত আছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার অফিস করার জন্য তিনি থানায় আসেন। এরপর তিনি সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ্যতাবোধ করলে থানায় কর্মরত স্টাফরা তাকে অচেতন অবস্থায় ওই দিন রাত ৮টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করান। এবং সঙ্গে সঙ্গে তাকে স্টোমাক ওয়াশ করান। শুক্রবার ভর্তি করার পর সুস্থ হলে তাকে পরের দিন শনিবারে রিলিজ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার আনসার আলী বলেন, আমি বিষয়টি জানি। তিনি অচেতন অবস্থায় ছিলেন। আমার জানা মতে তিনি ১০টির অধিক ঘুমের ঔষধ সেবন করেছিলেন। আমাদের প্রটোকল অনুযায়ী তাকে ওয়াস করা হয়েছে। দ্রুত স্টোমাক ওয়াশ না করলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তাই তাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিয়ে গত শনিবার দুপুরের পর ছাড়পত্র দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন মুঠোফোনে বলেন, কয়েকদিন থেকে ঘুম আসছিলো না। তাই দু-তিনটা ঘুমের পিল খেয়েছিলাম।
১০এর অধিক ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি-না এই প্রশ্নের জবাবে তিনি একটু দম্ভের সহিত বলেন, আমার কি ঠেকা পড়েছে? আমার কোনো কিছুর অভাব আছে কি? আমার এক ছেলে ইঞ্জিনিয়ারিং ও আরেক ছেলে ডাক্তারি পড়ছে। আমার কি টাকা পয়সার অভাব পড়েছে? বর্তমানে আমার চারটি বাড়ি ও তিনটি গাড়ি আছে। তাই কেন, আমি আত্মহত্যা করতে যাব।
যদিও তিনি হাসপাতালে ভর্তি হয়ে ওয়াশ করার কথা স্বীকার করে তিনটি ঘুমের পিল খেয়েছেন বলে জানান।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড