মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মাণ ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার পালের ভাই অসীম কুমার পাল প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন থেকে বিদ্যালয় মাঠ দখল করে নির্মাণ ব্যবসা করছেন। অসীম কুমার পাল ঠিকাদারি ব্যবসা করেন। বিদ্যালয়ের মাঠে তার ব্যবসার উপকরণ রেখে পাইলিংয়ের জন্য আরসিসি পিলার তৈরি করছেন।
এসব পিলার তিনি বাজারে বিক্রি করেন। আবার নিজের ঠিকাদারী কাজেও ব্যবহার করেন। দীর্ঘদিন থেকে মাঠ দখলের পর নির্মাণ ব্যবসা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
নাম প্রকাশ না করার শর্তে পঞ্চম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায়, অনেক দিন ধরে মাঠে পিলার বানাইয়া বানাইয়া রাখে, আমরা খেলাধুলা কিছুই করতে পারি না। আমাগো অনেক বন্ধু ঐ পিলারে পা বাইজ্জা পরে গেছিনো পায়ও অনেক ব্যথা পাইছে।
একাধিক অভিভাবক বলেন, ঠিকাদার অসীম কুমার পাল, আমাদের প্রধান শিক্ষক অরুণ কুমার পালের আপন ভাই হওয়ায় প্রকাশ্যে প্রতিবাদ করতে পারি না, কিছু বলতেও পারি না। প্রতিবাদ করলে আমাদের সন্তানদের উপর প্রভাব পড়বে।
এ বিষয়ে ঠিকাদার অসীম কুমার পাল বলেন, আমি শিগগিরই মাঠ থেকে সব মালামাল সরিয়ে নেব।
স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার পাল বলেন, মাঠ থেকে সব মালামাল সরানোর জন্য আমি আমার ভাইকে নির্দেশ দিয়েছি।
অভিযোগের বিষয় উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মাঠ দখল করে নির্মাণ ব্যবসার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড