• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাসাবাড়ি থেকে শুরু করে মসজিদ-মাদরাসাতেও ক্রমেই বাড়ছে চুরি

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮
বাসাবাড়ি থেকে শুরু করে মসজিদ-মাদরাসাতেও ক্রমেই বাড়ছে চুরি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। মসজিদের দানবাক্স, মাদরাসা, দোকান ও ঘরের একাধিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এলাকার লোকজন এ নিয়ে আতংকে রয়েছে।

গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নতুন বাজারে কাপ্তাই সার্কেল রওশন আরা রব (অতিরিক্ত পুলিশ সুপার) ও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন চুরি হওয়া একটি বিল্ডিংয়ের বাসা পরিদর্শন করেন। শনিবার রাত সাড়ে আটটায় নতুন বাজার ব্যবসায়ী সিরাজুল ইসলামের বিল্ডিংয়ের বাসার দরজা ভেঙে এবং স্টিলের আলমিরা ভেঙে নগদ ৩ লাখ টাকা ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ সময় ব্যবসায়ীর স্ত্রী বাসা হতে মেয়ে প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে আসতে যায় বলে জানান। মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখে সবকিছু ভেঙে নিয়ে গেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএফআইডি মসজিদের দানবাক্স ভেঙে সকল ধরনের দানের টাকা পয়সা নিয়ে যান বলে মোয়াজ্জিম জানান।

একইদিন রাতে পাশাপাশি কিছুটা দূরত্ব সুইডিশ মসজিদের দানবাক্স এবং এবং দারুল উলুম এতিম মাদরাসার অফিসকক্ষ লকার ভেঙ্গে লাখ টাকা নিয়ে যায়।সুইডিশ মাদরাসা পরিচালক ও মসজিদের মোয়াজ্জিম হাফেজ মোকাম্মেল হোসেন জানান মাদরাসা শিক্ষকদের মাসিক বেতন ও এতিম শিক্ষার্থীদের মেসের টাকা ছিল। তিনি কাউকে বিচার না দিয়ে আল্লাহর নিকট এ বিষয়ে বিচার চেয়েছেন বলে জানান।

এছাড়া গত ২/৩ মাস আগে জাকির হোসেন স্ মিল এলাকায় নওমুসলিম আব্দুর রহিমের ছোট দোকান হতে নগদ টাকা, সিগারেট, সাবান নিয়ে যায়। এমনকি ২ ডিসেম্বর স মিল এলাকার ফার্নিচার ব্যবসায়ী মহি উদ্দিন ও মাসুমের দোকান থেকে রাতে মেশিনারিজ নিয়ে যায়। এছাড়া শিল্প এলাকার বটগাছের নিচে ব্যবসায়ী তোফাজ্জলের মুদি দোকান হতে নগদ টাকা ও সিগারেট চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন।

তাছাড়া নতুন বাজার ব্যবসায়ী সোহেলের বাসায় ডুকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে এবং সম্প্রতি বাংলাদেশ সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রবেশ করে চুরির প্রচেষ্টা চালায় চোরের দল। সিসি ক্যামেরার সূত্রে মতে একজনকে আটক করে বলে থানা অফিসার ইনচার্জ জানান। কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় এধরনের হরহামেশা চুরির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে সাধারণ লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।

নেটিজনরা জানান- পুলিশের তৎপরতা কমে যাওয়ায় একের পর এক চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। এ সকল বিষয়ে পুলিশের রাতে টহল ও নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করে। কাপ্তাই ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান মজিব জানান- একের পর এক চুরি সংঘটিত হওয়া দুঃখজনক। এ ব্যাপারে আরও পুলিশের টহল জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করে।

এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেছেন, আমাদের পাশাপাশি জনগণের সচেতন বৃদ্ধি প্রয়োজন। আমাদের কোনো টহল দেয়ার মতো গাড়ি নেই। তবে আমাদের টহল বৃদ্ধি করা হবে। নতুন বাজারের চুরি হওয়া মালামাল ও স্বর্ণালংকার উদ্ধার অভিযান চলছে। মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড