শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা তিন দালালকে আটক পূর্বক জরিমানা করা হয়েছে। যদিও পরবর্তীকালে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করে হাতেনাতে দালালদের আটক করেন।
আটককৃত দালালরা হচ্ছেন- উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার হাজী আবু তাহেরের পুত্র মোঃ কমরুল আলম বাদশা (৫২), শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের আবু ছিদ্দিকের পুত্র বাহাদুর (৩৬), বৈলছড়ী ইউনিয়নের মৃত শফিউল কাদেরের পুত্র আমিনুল ইসলাম (৬৮)। এ পর্যন্ত তিনি তার সময়কালে ভূমি অফিসে দালালি করতে আসা ৬০ জনের অধিক দালালকে জরিমানা করেছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আটককৃত দালালদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাঁশখালী ভূমি অফিসকে দালাল মুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড