• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন কমিটি পেল কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

০৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬
নতুন কমিটি পেল কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের দু'বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (৮ ডিসেম্বর) রাতে কাপ্তাই অফিসার্স ক্লাব মিলনায়তনে অফিসার্স ক্লাবের সদস্যদের উপস্থিতিতে গঠনতত্ত্ব প্রক্রিয়ায় আগামী ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় নতুন কমিটির পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।

এছাড়া নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম চৌধুরী, সহ সভাপতি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক উদ্যান তত্ববিদ মো. রাশিদুজ্জামান ইমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ইউডিএফ ঝিমি চাকমা, কার্যকরী সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা।

আগামী ২০২৪ সাল পর্যন্ত এ কমিটি ক্লাবের সকল দায়িত্ব পালন করবেন বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.odhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড