রফিক, গাইবান্ধা
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলাপর্যায়ে শ্রেষ্ঠ কলেজ কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ জুলাই) বিকালে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজে চত্বরে এক আনন্দ উৎসব পালন করেছে কলেজ কতৃপক্ষ।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রেষ্ঠ নির্বাচিত প্রতিষ্ঠানেরে নামগুলো ঘোষণা করেন। পরে তাদের হাতে পুরষ্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন।
শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, কেরাত, হামদ-নাদ, বাংলা রচনা, ইংরেজী রচনা, বাংলা কবিতা, বিতর্ক, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারী গান, নির্ধারিত বক্তৃতা, উচ্চাঙ্গ নৃত্য, লোক নৃত্য এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, গালস্ গাইড, রোভার, শ্রেষ্ঠ বিএনসিসিসহ নানাবিধ বিষয় বিবেচনা করে জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ কলেজপ্রধান ও কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করা হয়।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমলাগাছি বিএল উচ্চ বিদ্যালয়, চক মানিকপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজপ্রধান গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, ধাপেরহাট নায়েবীয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আল মামুন মো. ইয়াকুব আলী, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, জেলা শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রভাষক মো. আতাউর রহমান এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মো. সাইফুল ইসলাম।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: odhikaronline@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড