মিজানুর রহমান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ চারজন নারী-পুরুষকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন-টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার দিল মোহাম্মদের ছেলে নুর ইসলাম (৪০), গাজীপুর কালিয়াকৈর এলাকার মৃত হযরত আলীর ছেলে রাজু আহমদ (৪৮), ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার আবুল হোসনের মেয়ে মাহমুদা আক্তার রেসমা (২২) ও একই এলাকার আবুল হোসনের মেয়ে কল্পনা আক্তার (৩৪)।
বুধবার (৬ জুলাই) ভোর রাতে নুর ইসলামে বসরঘর হতে তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেছেন, বুধবার ভোর রাতে টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকায় নুর ইসলামের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে বলে গোপনে খবর পাই।
তিনি আরও বলেন, এমন সংবাদ পেয়ে টেকনাফ থানার এসআই এস.এম রউফ ও এসআই বুলবুলের নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ উক্ত নুর ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে নারী-পুরুষসহ চারজনকে আটক করা হয়। এসময় বসতঘরের অবস্থানরত তাদের শয়ন কক্ষ থেকে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: odhikaronline@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড