জাহিরুল মিলন, শার্শা (যশোর)
যশোরের বেনাপোলে ৩৫ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ মে) আটক মাদক কারবারির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া নিশ্চিত করেন। আটক মো. ওমর ফারুক (৩৭), পিতা-মৃত মিজানুর রহমান, গ্রাম- পুটখালী (পূর্বপাড়া), থানা- বেনাপোল পোর্ট থানা যশোরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে তারা জানতে পারে ওমর ফারুক নামে এক মাদক কারবারি ভারত থেকে ফেনসিডিল এনে তার বাড়িতে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ কারবারির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
আরও পড়ুন : উপকারী জলকপাট এখন মরণফাঁদ!
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে বলে জানা যায়।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড