হাবিবুর রহমান, গাজীপুর
যমুনার ধেয়ে আসা পানিতে তলিয়ে যাচ্ছে গাজীপুরের নীচু এলাকার বোরো আবাদি জমি। না পাকতেই কৃষকরা কাটছে ক্ষেতের আধা পাকা ধান। এদিকে কতক জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। সব মিলিয়ে কৃষকদের মাঝে বিরাজ করছে হতাশা।
মাঠে নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কৃষকরা পাচ্ছেন না সময় উপযোগী পরামর্শ। দেখা গেছে যমুনার পানিতে তলিয়ে যাচ্ছে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন ও কালিয়াকৈর উপজেলার মকশ বিলের বিস্তীর্ণ নীচু জমি। যেখানে বোরোর আবাদ হয়। না পাকতেই কৃষকরা কাটছে ক্ষেতের আধা পাকা ধান। এসব ধানে অজানা পোকার আক্রমণও বেড়ে গেছে। পিরুজালী এলাকার মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের দেখা পান না বলে জানালেন ওই গ্রামের কৃষক মোবারক হোসেন হাবিবুর রহমানসহ অনেকেই ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিয়াকৈরের মকশ ও সদর উপজেলার বেলাই বিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরোর আবাদ হয়েছে । কৃষকরা আগাম আধা পাকা ধান কাটতে শুরু করেছেন। কৃষকরা জানান, যমুনার ধেয়ে আসা পানি তলিয়ে নিতে পারে ওই ফসল। ইতিমধ্যে পাঁচশত বিঘা আবাদি বোরো জমি তলিয়ে গেছে বলে জানান স্থানীয় মকল বিল এলাকার কৃষকগণ।
সদর উপজেলার মির্জাপুর ও পিরুজালী ইউনিয়নে গিয়ে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা মাঠে অনুপস্থিত থাকেন। কৃষকদের সাথে নেই যোগাযোগ।
আরও পড়ুন: বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
সদর উপজেলার পিরুজালী বকচর পাড়া গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, সময় মতো কৃষি পরামর্শ পাই না। মাঠে নেই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার দশ হাজার হেক্টরের বেশি পরিমাণ জমিতে বোরোর আবাদ হয়েছে। এবার কৃষক বোরোর আশানুরূপ ফলন পাবেন।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড